Logo

রাজনীতি

সংসদীয় সীমানা পর্যালোচনায় এনসিপির কমিটি গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৫:২৫

সংসদীয় সীমানা পর্যালোচনায় এনসিপির কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টির লোগো।

নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের চলমান কার্যক্রম মূল্যায়ন, পর্যালোচনা ও সমন্বয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি)।

রোববার (১০ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাৎ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন অনুমোদিত এ কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্রনেতা সাইফুল্লাহ হায়দারকে প্রধান করা হয়েছে।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম মুসা ও আরিফুর রহমান তুহিন। 

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৪০ টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছে।সেগুলো হচ্ছে- পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; বাগেরহাট-২ ও ৩; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর- ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা -১, ২, ৯, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; এবং চট্টগ্রাম-৭ ও ৮।

এদিকে খসড়ার উপর আপত্তি জানানোর সময় শেষ হচ্ছে আজ।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর