Logo

রাজনীতি

সমালোচনার মুখে জাবির ভাসানী হল ছাত্রদলের কমিটি বাতিল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:৪০

সমালোচনার মুখে জাবির ভাসানী হল ছাত্রদলের কমিটি বাতিল

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মওলানা ভাসানী হল কমিটি ঘোষণার মাত্র দুই দিন পর সেটি বিলুপ্ত করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহদপ্তর (চলতি দায়িত্ব) জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্যসচিব ওয়াসিম আহমেদ এক জরুরি সভায় অনুমোদন দেন।

গত শুক্রবার ঘোষিত পাঁচ সদস্যের ওই কমিটির সভাপতি ছিলেন ৪৬তম ব্যাচের ফেরদৌস রহমান, যিনি নিয়মিত শিক্ষার্থী নন। সংগঠন সূত্রে জানা যায়, ছাত্রত্ব না থাকা সত্ত্বেও তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ পাওয়ায় কমিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হলেও, সেখানে অছাত্র, ছাত্রলীগের কর্মী ও মামলার আসামিদের পদ দেওয়ায় শাখা ছাত্রদলের নেতৃত্ব সমালোচনার মুখে পড়ে। এর পর প্রথমবারের মতো একটি হল কমিটি বাতিল করা হলো।

  • আমানউল্লাহ খান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর