Logo

রাজনীতি

সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট হতে হবে : তাহের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:০২

সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট হতে হবে :  তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : বাংলাদেশের খবর

ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। তবে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট হতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতের এ নেতা বলেন, ‘ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই।ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়েত ইসলামী স্বাগত জানিয়েছে। জামায়াতের দাবি খুব স্পষ্ট, আমরা অবশ্যই নির্বাচন চাই।’

তিনি বলেন, ‘নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই।’

সেজন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনে ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সে ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। যেটা সংসদে একটা পোরশন আমরা একমত হয়েছি- সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ (উচ্চকক্ষ) অ্যান্ড লোয়ার হাউস (নিম্নকক্ষ) উভয় এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব।’

এদিন তিনি তার নির্বাচনী আসন (কুমিল্লা-১১) আগের মতোই রাখার দাবিতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর