‘বিএনপি কি একা একা নির্বাচন করে ক্ষমতায় যাবে?’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২২:০৮

সাইয়েদ জামিল। ছবি : ফেসবুক থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল প্রশ্ন তুলেছেন, ‘বিএনপি কি একা একা নির্বাচন করে ক্ষমতায় যাবে?’
মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী খারাপ কী বলেছে? শহীদের রক্তের দায় এই সরকারকে নিতেই হবে। নির্বাচন সবাই চায়। কিন্তু নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। কবি, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ ভাইও বলেছেন, বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নেই।’
তিনি আরও লেখেন, ‘এরপরও যদি ইন্টেরিয়েম নির্বাচনের বিষয়ে অনড় থাকে তবে তারও ওষুধ আছে। এনসিপি আর জামায়াত নির্বাচনে না-গেলেই নির্বাচন হবে না। মোটাদাগে এনসিপি নির্বাচনে না-গেলেই সেইটারে আর নির্বাচন বলার রাইটস থাকে না। বিএনপি কি একা একা নির্বাচন করে ক্ষমতায় যাবে?
সেই নির্বাচনের বৈধতা থাকবে? অতএব—’।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকার আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। নির্বাচন কমিশনও ফেব্রুয়ারিতে ভোট করতে এর দুই মাস আগে সূচি ঘোষণার কথা বলেছে।
দ্রুত নির্বাচনের দাবি করে আসা বিএনপিসহ অন্য রাজনৈতিক দল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পরে জামায়াতও ফেব্রুয়ারির ভোট নিয়ে তাদের আপত্তি না থাকার কথা বলেছে। তবে সংস্কার ও অভ্যুত্থান ঠেকানোর ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার না হওয়ার আগে নির্বাচনের বিরোধিতা করে আসছে নতুন রাজনৈতিক দল এনসিপি। অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত দলটি নির্বাচনের আগে এ দুই দাবির বাস্তবায়ন চেয়ে আসছে।