Logo

রাজনীতি

জাপার আনিসুল-আমিন কমিটির স্বীকৃতি চেয়ে ইসিতে চিঠি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৪:৩৮

জাপার আনিসুল-আমিন কমিটির স্বীকৃতি চেয়ে ইসিতে চিঠি

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) নতুন কমিটির স্বীকৃতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে।

গত ১০ আগস্ট নির্বাচন কমিশন সচিবের কাছে জাতীয় পার্টির ১০ম কাউন্সিল পরবর্তী নবনির্বাচিত নেতৃত্বের তথ্য পাঠিয়ে এ চিঠি দেয় জাপার আনিসুল-হাওলাদাররা।

এতে বলা হয়, ৯ আগস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সারাদেশের প্রায় ৫ হাজার কাউন্সিলরের অংশগ্রহণে চারজনকে কণ্ঠভোটে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষপদে নির্বাচিত করা হয়েছে। এছাড়া শিগগির কমিশনে হালনাগাদ তথ্য দেওয়া হবে। বাকি দুজন হলেন- সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বাদ দিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা শনিবার এ কাউন্সিল করেন।

এ বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা প্রসিডিউর মেনে কাউন্সিলরের বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তো নিবন্ধিত ১২ নম্বর দলের (জাপা, প্রতীক লাঙ্গল) কাউন্সিল করেছি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে সব কাগজপত্র দিয়েছি। দেখা যাক। আমরা আগে কিছু বলতে চাই না। ইসিতে ডকুমেন্ট দিয়েছি। উনারা দেখুক, সিদ্ধান্ত দিক।

বারবার জাতীয় পার্টির ভাঙনের মধ্যে দল থেকে বেরিয়ে নিজেদের মূলধারা দাবি করলেও ‘দলীয় গঠনতন্ত্রে’ চেয়ারম্যান জিএম কাদেরের একচ্ছত্র এখতিয়ারের কারণে এসব আবেদন ইসি আমলে নেবে কিনা ‘সংশয়’ রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ইসিতে জিএম কাদেরের দল নিবন্ধিত। তাদের প্রতীক লাঙ্গল। এ নিয়ে অন্য কারো কাউন্সিল আমলে নেওয়ার কথা নয়। তবুও যেকোনো ধরনের আবেদন এলে ইসির কাছে উপস্থাপন করা হবে। কমিশন বিষয়টি আলোচনা করে নিষ্পত্তি করবেন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন জাতীয় পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর