‘জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান অন্তর্ভুক্ত করতে হব’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১১:০৬

ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম-শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন তরুণ আলেম প্রজন্ম-২৪ এর উদ্যোগে “শাপলা থেকে জুলাই অভ্যূত্থান; ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তরুণ আলেম প্রজন্ম-২৪ এর সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুজাইফা ইবনে ওমরের সঞ্চালনায় বৈঠকে সূচনা বক্তব্য রাখেন সভাপতি পর্ষদ সদস্য মাওলানা আশরাফ মাহদি। আরো বক্তব্য রাখেন আলেম লেখক ও বুদ্ধিজীবী কবি মুসা আল হাফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও বাড্ডা কামিল মাদরাসার লেকচারার মাওলানা মাহমুদুল হাসান।
মুসা আল হাফিজ বলেন, ‘ইসলামপন্থীরা শুধু জুলাই অভ্যূত্থানে অংশ নেননি, বরং এর চিন্তা নির্মাণ, সংগঠন এবং রাজপথে বুলেটের সামনে দাঁড়ানোর ভূমিকা রেখেছেন। ১৮ জুলাই আন্দোলন যখন কোটা ইস্যুতে সীমাবদ্ধ ছিল, তখনই তিনি লেখনীর মাধ্যমে হাসিনা পতনের রূপরেখা দেন যা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। অথচ আজ ইসলামপন্থীদের অবদান পরোক্ষভাবে অস্বীকারের চেষ্টা চলছে।’
মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ‘শাপলার আন্দোলনে দেশে ইসলামপন্থার যে উত্থান হয়েছিল, তার বহিঃপ্রকাশ দেখা গেছে জুলাই অভ্যূত্থান ও বিজয়োল্লাসে। ড. মুস্তাফিজুর রহমান ফয়সল বলেন, ইসলামপন্থীরা নিজের লাভ-ক্ষতি না দেখে জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লাভের অংশ তাদের প্রাপ্য হয়নি। ভবিষ্যতে নিজেদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে।’
আলী হাসান জুনায়েদ বলেন, ‘আওয়ামী ন্যারেটিভের বিপরীতে ইসলামপন্থীদের অবদান নিয়ে পর্যাপ্ত কন্টেন্ট নেই, এ বিষয়ে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, “আমি মাদ্রাসায় পড়িনি, কিন্তু শাপলা আন্দোলনে ছিলাম, গুলি খেয়েছি। এটি ছিল আপামর তৌহিদী জনতার আন্দোলন।”
তরুণ আলেম প্রজন্মের নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে শাপলাসহ ফ্যাসিবাদবিরোধী কোনো আন্দোলনের স্বীকৃতি নেই। অথচ গণঅভ্যুত্থানের পটভূমি গড়ে তুলেছে পূর্ববর্তী ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের পুঞ্জিভূত ক্ষোভ। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে শাপলা গণহত্যা ও ইসলামপন্থীদের অবদান স্বীকৃতিসহ জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে।’
গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাবরুরুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা নূহ বিন হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল করীম নোমানী ও সহ অর্থ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান।
ডিআর/আইএইচ