Logo

রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে দোয়া মাহফিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৩১

খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে দোয়া মাহফিল

আলফাডাঙ্গা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ রোডের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বক্তারা খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঝিনাইগাতী : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। তিনি খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা তার রাজনৈতিক অবদান ও দেশের প্রতি ভালোবাসা স্মরণ করেন।

নান্দাইল : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের নান্দাইলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর নামাজের পর নান্দাইল পৌর এলাকার নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

উপজেলা ও পৌর বিএনপির নেতারা দোয়া মাহফিলে অংশ নিয়ে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘ জীবন ও দেশের কল্যাণ কামনা করেন।

রূপগঞ্জ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ছনি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে দুলাল হোসেন স্থানীয় ব্যবসায়ী ও জনগণের কাছে লিফলেট বিতরণ করে বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি প্রচার করেন।

গোপালগঞ্জ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নিয়ে তার অবদান ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।

ধামরাই : ঢাকার ধামরাইয়ে বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়নের শরিফভাগ হাফিজিয়া কামিল মাদ্রাসা মসজিদে জুমা নামাজের পর খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, প্রচার সম্পাদক মীকাইল হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর