খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে দোয়া মাহফিল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:৩১

আলফাডাঙ্গা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ রোডের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বক্তারা খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। তিনি খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা তার রাজনৈতিক অবদান ও দেশের প্রতি ভালোবাসা স্মরণ করেন।
নান্দাইল : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের নান্দাইলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর নামাজের পর নান্দাইল পৌর এলাকার নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
উপজেলা ও পৌর বিএনপির নেতারা দোয়া মাহফিলে অংশ নিয়ে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘ জীবন ও দেশের কল্যাণ কামনা করেন।
রূপগঞ্জ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ছনি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন।
অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে দুলাল হোসেন স্থানীয় ব্যবসায়ী ও জনগণের কাছে লিফলেট বিতরণ করে বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি প্রচার করেন।
গোপালগঞ্জ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নিয়ে তার অবদান ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।
ধামরাই : ঢাকার ধামরাইয়ে বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়নের শরিফভাগ হাফিজিয়া কামিল মাদ্রাসা মসজিদে জুমা নামাজের পর খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, প্রচার সম্পাদক মীকাইল হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমবি