২০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন করবে জমিয়ত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জানা যায়, এই সম্মেলন সফল করার লক্ষ্যে দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি সম্মেলন বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। একই সাথে আগামী ২৩ আগষ্ট শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও আংশিক প্রার্থী তালিকা ঘোষণার পরিকল্পনাও হাতে নিয়েছে দলটি।
গতকাল (১৫ আগষ্ট শুক্রবার) বাদ মাগরিব জামেয়া হোসাইনিয়া আরজাবাদে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠকে এ সব সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।
আইএইচ/