Logo

রাজনীতি

শেখ হাসিনার আত্মা ভর করেছে : রিজভী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৭:০১

শেখ হাসিনার আত্মা ভর করেছে : রিজভী

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার আত্মা আবার নতুন চেতনায় ভর করেছে। এটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। এমন গণতন্ত্র আমরা চাইনি; আমরা চাই প্রকৃত ভোটারদের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন হোক।’

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব বলেন তিনি।

রিজভী বলেন, ‘দেশে এখনো সরকারি দপ্তর ও বিশ্ববিদ্যালয়ে একপক্ষীয় প্রভাব চলছে। ধর্ম বা দলের রুকন না হলে চাকরি বা শিক্ষাজীবনে বাধা সৃষ্টি হচ্ছে। ’

তিনি বলেন, ‘এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে। বড় বিশ্ববিদ্যালয়গুলোতে সেই চেতনাধারীরা নিয়ন্ত্রণ করবে, তাদের লোক ছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মিন খানও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ এখনও প্রতিষ্ঠিত হয়নি এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের প্রতিশ্রুতি বিএনপি রক্ষা করবে। ’

সভায় শহিদ ও আহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রুহুল কবির রিজভী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর