Logo

রাজনীতি

‘নির্বাচনে কেউ ভোট কারচুপি করতে চাইলে জনগণ তাকে প্রতিহত করবে’

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৮:০৪

‘নির্বাচনে কেউ ভোট কারচুপি করতে চাইলে জনগণ তাকে প্রতিহত করবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি কিংবা কারচুপির চেষ্টা করা হলে তা জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংগঠনের সাংগঠনিক ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘বাংলাদেশের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫৪ বছরে প্রায় প্রতিটি নির্বাচনে ভোট চুরি, ডাকাতি, জালিয়াতি ও সহিংসতা হয়েছে। ফলে রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন হয়নি। দেশ ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে গিয়েছে, যার নগ্নরূপ আমরা গত ১৫ বছরে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল নির্বাচন ব্যবস্থায় আইনী সংস্কার হবে, রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা আসবে। কিন্তু বাস্তবে সংস্কারের পথে বাধা, পিআর পদ্ধতিতে ঐক্যমতের অভাব এবং সহিংস রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি জনগণকে আশাহত করছে। তবে ইসলামি আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যা করার প্রয়োজন তাই করব। কেউ যদি অবৈধভাবে ভোট দিতে চায় তাকে প্রতিহত করা হবে, মাস্তানি করলে শায়েস্তা করা হবে। যেকোনো মূল্যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

কর্মশালায় ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা নিজেদের সাংগঠনিক কাঠামোও নিয়মতান্ত্রিকভাবে দাঁড় করাতে পারে না। একটি কমিটি দিতে গেলেই সহিংসতা শুরু হয়, যা তাদের নেতৃত্ব সামাল দিতে পারে না। এই অনিয়ন্ত্রিত দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই আমাদের নির্বাচন করতে হবে।’

তিনি সাংগঠনিক মজবুতি, দাওয়াতি কার্যক্রম ও নির্বাচনী কৌশল আয়ত্তে আনার ওপর জোর দেন।

দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমীন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট বরকতুল্লাহ লতিফ প্রমুখ।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর