Logo

রাজনীতি

‘না’ ভোটের বিষয়ে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি : নজরুল ইসলাম খান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:১১

‘না’ ভোটের বিষয়ে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি : নজরুল ইসলাম খান

ছবি : বাংলাদেশের খবর

‘না’ ভোটের বিষয়ে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘না ভোট প্রথম এসেছিল এক এগারোর সময়। ২০০৮ সালে প্রথম না ভোট কার্যকর হয়েছিল। তারপর এটা আর কার্যকর হয়নি। না ভোটের বিষয়ে কোনো প্রস্তাব আমরা দেইনি।’

তিনি বলেন, আমাদের আলোচনায় নির্বাচনী আচরণবিধি, সংসদীয় সীমানা নির্ধারণ ও সামগ্রিক নির্বাচনের বিষয় ছিল। সংসদীয় সীমানা নির্ধারণের কাজটি নির্বাচন কমিশন কীসের ভিত্তিতে করছে আমরা বিষয়টি জানতে চেয়েছি। নির্বাচন কমিশন আমাদের বিষয়গুলো জানিয়েছে। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন। নির্বাচনের সময় যদি প্রয়োজন হয় আরও বেশি সংখ্যক সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি তারা চিন্তা করছেন। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, প্রবাসী ভোটারের বিষয়ে সিইসি আমাদের বলেছেন, যাদের এনআইডি আছে, যাদের ই-পাসপোর্ট আছে, তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবে। বিএনপি দাবি করেছে, নরমাল পাসপোর্ট যাদের আছে তাদেরও যাতে ভোটারের আওতায় আনা হয়।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কয়েকটি রাজনৈতিক দলের এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কেউ যদি মনে করেন তারা বললে নির্বাচন হবে আর না বললে হবে না এটা ভিন্ন কথা। তবে আমরা যতটুকু জানি প্রধান উপদেষ্টা বললেন নির্বাচন হবে নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে তাহলে তারা কোন ক্ষমতা বলে এসব বলেন বিষয়টি তাদের জিজ্ঞেস করলে আরও ভালো হবে।

আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম। আমরা সবাই একসাথে থাকব। রাষ্ট্র পরিচালনের দায়িত্ব পেলে একসাথে সে দায়িত্ব পালন করব।

এর আগে বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্ব একটি প্রতিনিধিদল সিইসি সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। প্রতিনিধি দলে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রমুখ।

এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর