Logo

রাজনীতি

জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে ফ্যাসিবাদ ফিরে আসবে : জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২১:৫৬

জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে ফ্যাসিবাদ ফিরে আসবে : জামায়াত

ছবি : বাংলাদেশের খবর

জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় “জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, ‘দেশে আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য আইনসভার দু’কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জনগণের দাবি অনুযায়ী জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে বিপ্লব ছিনতাই হয়ে যাবে।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই ঘোষণা অসম্পূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণের জন্য এটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আইনি মর্যাদা দিতে হবে।’

ড. আহমদ আব্দুল কাদেরের মন্তব্য, ‘৫ আগস্টের ঘোষণা জনগণকে হতাশ করেছে। বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যার মতো বিষয় উপেক্ষা করা হয়েছে। রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।’

মাওলানা আশরাফ আলী আকন বলেন, ‘৫৪ বছরেও ভোট ডাকাতি বন্ধ হয়নি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই পিআর পদ্ধতি চালু করতে হবে।’

বক্তারা আরও বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চান। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়া জরুরি। অন্যথায় দেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়তে পারে।

সভাপতিত্ব করেন- জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আশরাফ আলী আকন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির, গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানসহ বিভিন্ন ইসলামী ও গণতান্ত্রিক দলের নেতারা বক্তব্য রাখেন।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর