Logo

রাজনীতি

শেখ মুজিবকে নিয়ে শোক প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার!

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২৩:০৬

শেখ মুজিবকে নিয়ে শোক প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার!

১৫ আগস্টকে কেন্দ্র করে ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শোক প্রকাশের পরে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ 

বহিষ্কৃত ওই যুবদল নেতার নাম মীর আসাদুজ্জামান কাকন। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ৫৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

রোববার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ জারি করা হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নির্দেশে মীর আসাদুজ্জামান কাকনকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

তবে দলীয় সূত্র বলছে, বহিষ্কারের মূল কারণ ছিল কাকনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া স্ট্যাটাস। সেখানে তিনি লিখেছিলেন-

'রাজনীতির ভাষা বরাবরই নোংরা। সম্মানের কোনো ভাষা হয় না। যে সম্মান পাবার, তাকে সম্মান দিতে হয়। তাহলেই ভালোবাসা বাড়ে। বীর বাঙালির হাজারো সন্তান- তার মধ্যে আপনিও একজন। এই বাংলার সন্তান আমিও। তাই মহান রাব্বুল আলামিনের কাছে আপনাদের সকলের রুহের মাগফেরাত কামনা করি। আমিন।'

সূত্র বলছে, ফেসবুকে এই স্ট্যাটাস প্রকাশের পর সংগঠনের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এমএএস/এমএম/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ মুজিবুর রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর