---2025-08-19T133847-68a42b0d01c02.jpg)
বিএনপির লোগো।
বিএনপি ও অঙ্গ সংগঠন আজ মঙ্গলবার (১৯ আগস্ট) একাধিক কর্মসূচি পালন করছে। সকাল ১০টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা হলে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ব্যারিস্টার সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
একই সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিকেল ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা ৬টায় থাইল্যান্ড থেকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
- এইচকে/এমআই