ভোটারদের আস্থা ফেরাতে নতুন ভোটকেন্দ্র চায় বিএনপি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৫৫

ছবি : বাংলাদেশের খবর
ভোটারদের আস্থা ফেরাতে আ. লীগের শাসনামলে রাজনৈতিক কারণে গঠিত ভোটকেন্দ্রগুলো বাতিল করে জনসংখ্যার ভিত্তিতে নতুন ভোটকেন্দ্র ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৯ আগস্ট) সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমলে রাজনৈতিক স্বার্থে বহু ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল। এ পর্যন্ত তিনটি বড় নির্বাচন হয়েছে—একটিতে ভোটারই ছিল না, আরেকটি রাতের বেলায় হয়েছে, আর শেষটি কাগজের ভোটে অনুষ্ঠিত হয়েছে। মানুষ এসব নির্বাচন ভুলে যায়নি।’
রিজভী আরও বলেন, ‘মানুষ তখনই ভোটকেন্দ্রে যেতে আস্থা পাবে, যখন নির্বাচন কমিশন জনগণের প্রকৃত সংখ্যা অনুযায়ী নতুন ভোটকেন্দ্র ঘোষণা করবে এবং অন্তর্বর্তী সরকার সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।’
তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের প্রার্থীদের বাধা দেওয়ার জন্য মব কালচার তৈরি করা হচ্ছে। একই সঙ্গে রংপুরের সাম্প্রতিক ঘটনাকে উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের অরাজক পরিস্থিতি মেনে নেওয়া হবে না।
বিএনপি নেতা ব্যাংক থেকে টাকা লুটকারীদের গ্রেপ্তার ও লুট হওয়া জনসম্পদ ফেরত আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।
ডিআর/এএ