Logo

রাজনীতি

নির্বাচনই সব সংকটের একমাত্র সমাধান : মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২১:০৩

নির্বাচনই সব সংকটের একমাত্র সমাধান : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিসহ চলমান সব সংকটের একমাত্র সমাধান হলো নির্বাচন।

থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা সংস্কার ছাড়া নির্বাচন চান না, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। তবে বিএনপি বিশ্বাস করে— সরাসরি ভোটের মাধ্যমেই সঠিক নির্বাচন সম্ভব।’

তিনি আরও বলেন, দেশের জনগণ কোনো পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনে অভ্যস্ত নয়। তাই সরাসরি ভোটের ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিত।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সবার অংশগ্রহণে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক— এটাই আমাদের প্রত্যাশা।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর