জনগণ চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : জামায়াত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:০২

ছবি : বাংলাদেশের খবর
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনশিউর(নিশ্চিত) করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। অন্যথায় নির্বাচন হবে না। জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে নির্বাচন দিতে হবে। এজন্য আমরা জনমত গঠন করব।’
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, ‘সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে সন্ত্রাস-অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়কও অনেকে চায়নি। জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতির নির্বাচন।’
এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, ‘জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নাই। তবে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।’
সিইসি সঙ্গে সাক্ষাৎতে প্রতিনিধি দলে আরও ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার, নায়েবে আমির ঢাকা মহানগর উত্তর ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা।
এসআইবি/এএ