Logo

রাজনীতি

মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২১:৩৩

মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ

ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টায় কুয়ালা লামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি; দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদও সঙ্গে রয়েছেন।

বিমানবন্দরে এনসিপি নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ‘এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স’ মালয়েশিয়ার নেতাকর্মীরা।

এ সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “মালয়েশিয়ায় পৌঁছেই পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন নাহিদ। সেখান থেকেই তার সফরের কার্যক্রম শুরু হয়।

‘এই সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন এনসিপি নেতারা।’

মালয়েশিয়ায় ২৪ আগস্ট পর্যন্ত অবস্থান করবেন নাহিদ। সফরে তিনি প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন।

এছাড়া বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরের অংশ হিসাবে একটি ‘পাবলিক ইভেন্টে’ যোগ দেবেন নাহিদ ইসলাম। সেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসীদের সঙ্গে তার মতবিনিময় হবে।

সফর শেষে আগামী ২৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে নাহিদ ইসলামের।

দেশে ফিরে দুই দিনের বিরতির পর চীন সফরে যাবেন এনসিপি নেতারা। চীন সরকারের আমন্ত্রণে দলটির আট কেন্দ্রীয় নেতা ২৬ আগস্ট চীনে যাবেন।

আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ থাকবেন ছয় দিনের চীন সফরে থাকবেন।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর