Logo

রাজনীতি

‘কিছু স্বার্থান্বেষী মানুষ ও সরকারের ব্যর্থতার কারণে সংকট দেখা দিয়েছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:২৯

‘কিছু স্বার্থান্বেষী মানুষ ও সরকারের ব্যর্থতার কারণে সংকট দেখা দিয়েছে’

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা বলেছেন, ‘কোম্পানীগঞ্জের সাদা পাথরের লুটপাট প্রশাসনের নাকের ডগায় বসে করা হয়েছে। পার্সেন্টেজের ধান্দায় মুখে কুলুপ লাগিয়ে তারা না দেখার ভান করে বসে ছিল। আজ যখন একটি প্রাকৃতিক দৃশ্য নিঃশেষ হয়ে গিয়েছে তখন তারা নিরপরাধ নিরীহ ব্যবসায়ীদের টার্গেট করে দোষী সাব্যস্ত করতে ব্যস্ত। কিছু স্বার্থান্বেষী মানুষ ও সরকারের ব্যর্থতার কারণে এই সংকট দেখা দিয়েছে। ভারতের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী স্বৈরাচারী সরকার পাথরকোয়ারী বন্ধ করেছিল, বর্তমান ব্যর্থ সরকার সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।’  

গত বৃহস্পতিবার (২১আগস্ট) দিনব্যাপী প্রচারণা ও পথসভা পরবর্তী সন্ধ্যা ৭টায় স্থানীয় টুকেরবাজারে অনুষ্ঠিত ধলাই ব্রীজ রক্ষা ও বেকার শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ ও জনগণের জন্য রাজনীতি না করে, মানুষ যখন তার পেট ও পকেটের জন্য রাজনীতি করে, তখন কিছু মানুষের স্বার্থ রক্ষা করার জন্য বাকিদের এভাবে প্রতিটা পদে পদে বঞ্চিত হতে হয়। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করতে ব্যর্থ তারা কিভাবে মানুষের সাথে কৃত ওয়াদা রক্ষা করতে পারে? তাই নেতা নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নৈতিকতা ও খোদাভীরুতার মাপকাঠিতে যাচাই করা অত্যাবশ্যক। নতুবা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই জনপদ যেভাবে পিছিয়ে রয়েছে সেভাবে বছরের পর বছর পিছিয়েই থাকবে। 

তিনি আরও বলেন, ওরা পাথর খাচ্ছে, বালুমহল খাচ্ছে, এমনকি বালি খেতে খেতে ধলাই ব্রীজের মত এতো গুরুত্বপূর্ণ একটি ব্রীজ আজ ধ্বংসের দারপ্রান্তে। আমার তো ভয় হয়কখন জানি ওরা আমাদের খেয়ে ফেলে।  

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর