Logo

রাজনীতি

সিলেটে আ.লীগ নেতাদের সঙ্গে ছবি ভাইরাল, যা বলছেন এনসিপি নেতা

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:২৭

সিলেটে আ.লীগ নেতাদের সঙ্গে ছবি ভাইরাল, যা বলছেন এনসিপি নেতা

ছবি : সংগৃহীত

সিলেটের সাদাপাথর লুটকাণ্ডে উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নাম। অভিযোগ উঠেছে- প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বিএনপি, জামায়াত ও নতুন দল এনসিপি’র সিলেটের কতিপয় নেতাও এ লুটকাণ্ডে জড়িত। যদিও ইতোমধ্যে অভিযুক্তরা দলীয়ভাবে সংবাদ সম্মেলন করে তালিকা তৈরিকারী সংস্থা দুদককে চ্যালেঞ্জ করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

এসব আলোচনা-সমালোচনার মাঝেই এক নেতার নাম ঘিরে তুমুলভাবে শুরু হয়েছে নতুন এক আলোচনা। সেই নেতার নাম নাজিম উদ্দিন সাহান। তিনি জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়কারী।

শুক্রবার (২২ আগস্ট) পুরো দিন ধরে ভার্চুয়াল মাধ্যম ফেসবুকে তাঁর কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে। এগুলোতে দেখা যাচ্ছে- সিলেটের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে তিনি রয়েছেন।

তবে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন নাজিম উদ্দিন সাহান। তিনি বলেন- পেশাগত জীবনের কয়েকটি অনুষ্ঠানের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল।

ভাইরাল ছবিগুলোতে দেখা যায়- বিভিন্ন অনুষ্ঠানে সিলেটের সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরান ও আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, একাধিকবারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের সঙ্গে এনসিপি নেতা নাজিম উদ্দিন সাহান রয়েছেন।

এ বিষয়ে শুক্রবার সন্ধ্যার পর সিলেট জেলা এনসিপি’র নেতা বলেন, আমি পেশায় একজন ব্যাংকার। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাবের সঙ্গেও আছি। বিগত সরকারের আমলে পেশাগত ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হওয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ছবি রয়েছে। এগুলোতে শুধু আমি নই, অনুষ্ঠানগুলোর আয়োজক এবং অন্যান্য অতিথিও রয়েছেন। এতদিন পর এসব ছবি বের করে করে এবং ফেসবুকে ছড়িয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। এরা মূলত আমি বা এনসিপি নয়, পুরো জুলাই স্পিরিটের বিরুদ্ধেই কাজ করছে। এরা নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা সৃষ্টিকারী।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি স্বচ্ছ ও জনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার জন্ম চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে। দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনের লক্ষ্যেই দলটি কাজ করছে। এনসিপি’র নেতারা কোনোভাবেই সাদাপাথর লুটের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। যদি কোনো পক্ষ আমাদের জড়িত প্রমাণ করতে না পারে, তবে অবশ্যই তাদের দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

ছড়িয়ে পড়া ছবিগুলোতে সিলেটবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন এনসিপি সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান।

  • মো. রেজাউল হক ডালিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টি ভাইরাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর