Logo

রাজনীতি

একটি দল ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় : সালাউদ্দিন আহমেদ

Icon

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:০৫

একটি দল ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় : সালাউদ্দিন আহমেদ

চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছবি : বাংলাদেশের খবর

একটি দল জনগণের সেন্টিমেন্টের (মতামতের) বিরুদ্ধে গিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাউদ্দিন বলেন, ‘একটি দল হাতপাখার সঙ্গে যুক্ত হয়েছে, যে দল এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা  এবার ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।’

তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, দেশ এখন নির্বাচনমুখী। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের কেউ নয়, সেটা তারাই প্রমাণ করেছে। তাদের নিজেদের দলের ভেতরেই কোনো গণতন্ত্র ছিল না। তাই সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।’

ধানের শীষের পক্ষে সালাম দেওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন দেখবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন ঘটবে। গত ১৭ বছর বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না। রাজনীতি বন্দি ছিল কারাগারে, রাজনীতি বন্দি ছিল লন্ডনে। রাজনীতি বন্দী ছিল শিলংয়ে। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।’

চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

  • ইমতিয়াজ মাহমুদ ইমন/তাওহীদ শিকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আওয়ামী লীগ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর