নির্বাচনকে সামনে রেখে দেশে উগ্রবাদের উত্থান হতে পারে : রিজভী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:০০
ছবি : সংগৃহীত
সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে উগ্রবাদের উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম বোঝাপড়া না থাকলে আবার ভয়ংকর ফ্যাসিবাদ আসতে পারে।’
রোববার (২৪ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আয়োজনে রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হলে দেশে সংকট আরও বাড়বে বলেও মন্তব্য করেন রিজভী।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ‘জুলাই সনদ সংশোধন করতে হলে তা নির্বাচিত সরকারকেই করতে হবে। তার আগে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি আরও বলেন, সুখরঞ্জন বালি দেলোয়ার হোসেন সাইদী কোনো অপরাধী নয় দাবি করলেও শেখ হাসিনা জোর করে সুখরঞ্জনের ওপর চাপ সৃষ্টি করেছে। তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল।
জিয়া পরিষদের সহসভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।
ডিআর/এএ

