Logo

রাজনীতি

‘চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথে প্রধান অন্তরায়’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৮:২১

‘চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথে প্রধান অন্তরায়’

স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে দারিদ্র্যের হার ২৮ শতাংশ হওয়া উদ্বেগজনক এবং চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, কমপক্ষে পৌনে পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং প্রতি চারজনের একজন এখন গরিব। এর চেয়ে হতাশাজনক আর কিছুই নেই।

গতকাল ২৬ আগস্ট মঙ্গলবার দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সাপ্তাহিক বৈঠকে দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ এ কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘দারিদ্র্যের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে সমতা, ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা বাড়াতে হবে। বিগত পনের বছরে আমরা উন্নয়নের নানা রকম গল্প শুনেছি। আদতে সেগুলো ছিলো মিথ্যার ফুলঝুড়ি। গণঅভ্যুত্থানের পরে আশা ছিলো অবস্থার পরিবর্তন হবে। কিন্তু অতীতের দীর্ঘ সময়ের সঞ্চিত অব্যবস্থাপনা এবং নতুন করে সৃষ্ট চাঁদাবাজদের উৎপাতের কারণে দেশে নতুন বিনিয়োগ প্রায় থমকে গেছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রতি নমনীয়তার কারণে পরিস্থিতির কোন উন্নতি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকেই জোড়ালো ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে এবং দারিদ্র্যের হার যে কোন মূল্যে শুন্যের ঘরে নামিয়ে আনতে হবে।’

বৈঠকে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘পিআর (সংখ্যানুপাতিক পদ্ধতি) নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য আপত্তিজনক। ‘পিআর সংবিধানে নাই’—বারবার এমন মন্তব্য করে তিনি জনমত প্রভাবিত করতে চাইছেন কি না, সেই সন্দেহ দানা বেঁধেছে।’ তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আরও সতর্ক ও নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন বলে জানান।

সাপ্তাহিক বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আশরাফুল আলম, মুহাম্মদ ইমতিয়াজ, সহকারী মহাসচিব আবদুল কাইয়ুম, আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার প্রমুখ।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর