রমজানের আগেই সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রিজভীর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৩৮

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী রমজানের আগেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ষোলো বছর পর দেশের ভোটাররা ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন।
বুধবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠের পর এই মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, দেশের মানুষ এখনও নানা ক্ষেত্রে অধিকারবঞ্চিত, এবং দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে জনগণ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। তবে তার বিশ্বাস, খুব দ্রুত রমজানের আগেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে ভোটাররা দীর্ঘ ১৬ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
রিজভী আরও বলেন, ‘একই সঙ্গে গণতন্ত্রের অন্যান্য শর্তও পূরণ করা সম্ভব হবে। যেমন জনগণের মনে নিরাপত্তাবোধ সৃষ্টির পাশাপাশি আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক সাম্যের প্রতিষ্ঠা। আদালতকে অবশ্যই অসহায় মানুষের শেষ ভরসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে মানুষের অনুপ্রেরণা হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি মানবতা, প্রেম ও দ্রোহের কবি ছিলেন। তাঁর কবিতা ও গান ব্রিটিশবিরোধী সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, নব্বইয়ের গণআন্দোলন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানসহ দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে।’
তিনি বলেন, ‘স্বৈরশাসনের তপ্ত বুলেটের মুখে দাঁড়াতেও আমরা দ্বিধা করিনি, কারণ আমাদের কণ্ঠে ছিল নজরুলের গান ও কবিতা। যখনই মানুষ অধিকারহারা হয়েছে, তার কবিতা ও গানের মাধ্যমে জনগণ ঐক্যবদ্ধ হয়ে অত্যাচারের শৃঙ্খল ভাঙার প্রত্যয় জাগিয়েছে। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তিনি দ্বিধা করেননি।’
তিনি আরও বলেন, ‘তার রচনাবলী আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলনের চেতনা আরও দৃঢ় করেছে।’
ডিআর/এমএইচএস