স্বৈরাচারী সরকার ১৬ বছর বেগম জিয়ার উপর নির্যাতন চালিয়েছে : রিজভী

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:৫৬
-68aef25930206.png)
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর নির্মমভাবে নির্যাতন চালিয়েছে।
আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে জুলাই মাসে গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মধ্যে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা বিতরণ করা হয়।
রিজভী বলেন, ‘ভাঙা একটি ঘরে জেল বানিয়ে খালেদা জিয়াকে সেখানে বন্দি রাখা হয়েছিল। তবুও তিনি নীতিতে অটল ছিলেন। সেই নীতি ও আদর্শ নিয়েই এগিয়ে যাচ্ছেন তারেক রহমান।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা সবার খবর নিতে পারি না। যারা আমাদের দল সমর্থন করেন শুধু তাদেরকে নিয়েই আমরা বিএনপি পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠণ করেছেন। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ ও লালন করেন তারেক রহমান। জিয়াউর রহমান নিরক্ষর মানুষদের অক্ষর দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।’
অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ‘এই আয়োজন কেবল নির্বাচনকে সামনে রেখে নয়। দীর্ঘদিন ধরে বিএনপি মানুষের পাশে আছে। তারেক রহমান যখন নির্যাতনের শিকার হয়েছিলেন, তখন থেকেই তিনি সাধারণ মানুষের সঙ্গে আছেন। ‘আমরা বিএনপি পরিবার’ শুধু বিএনপির জন্য নয়, সবার জন্য।’
ভার্চ্যুয়াল বক্তব্যে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কঠিন লড়াই অপেক্ষা কছে। ঐক্যের মাধ্যমেই আমরা বিএনপির হাতকে শক্তিশালী করবো। পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এছাড়া বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি পরিবার কাজ করছে। বিএনপি সরকার গঠন করলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারসহ নিপীড়িত মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোস্তফা জামান সেলিম ও ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।
পরে একই স্থানে দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান/আইএইচ