কিছু রাজনৈতিক দল পিআর নিয়ে মামা বাড়ির আবদার করছে : রিজভী

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:২২
-68af14b7d717b.png)
ছবি : প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘৫ আগস্ট এক দানবীয় শাসনের পতন ও রক্তঝরা আন্দোলনের পরও জাতীয় রাজনীতি এখনো স্থির হয়নি। কিছু রাজনৈতিক দল মনে করছে, শুধু তারাই আন্দোলন করেছে। অথচ শত শত বিএনপি নেতা-কর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই আন্দোলনের মাটি তৈরি করেছে বিএনপি। সেসব কি বৃথা হয়ে গেল?’
আজ বুধবার (২৭ আগস্ট) বিকালে দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
রিজভী বলেন, ‘পিআর ব্যবস্থা নিয়ে জোরজবরদস্তি চলছে। দেশের মানুষ যদি জনপ্রতিনিধিকে না চিনে, তবে ভোট দেবে কাকে? দুই-একটি রাজনৈতিক দল মামার বাড়ির আবদারের মতো করে পিআর চাইছে। ভারত কিংবা ইংল্যান্ডেও এ ব্যবস্থা চালু হয়নি।’
তিনি অভিযোগ করেন, ‘সরকার ১৬টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ নিয়ন্ত্রণে নিয়েছে। সচিবালয়ও তারা দখল করেছে। তারা মনে করছে, বিএনপি ক্ষমতায় এলে সব শেষ হয়ে যাবে।’
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, ‘একজন তো পাশের দেশে বসে আছেন। এস আলমকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন। প্রয়োজনে আরও দেবেন। শেখ হাসিনা দেশে অন্তর্ঘাত ও নাশকতা তৈরি করে ক্ষমতা ফিরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন।’
তিনি ভারত সরকারের সমালোচনা করে বলেন, ‘ভারতে বাংলাদেশি মুসলমানদের বের করে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনাকে তারা জামাই আদর করছে। শেখ হাসিনা ভিডিও বার্তা দিয়ে নাশকতার চেষ্টা করছেন। এটা দিল্লি সরকারের দ্বিচারিতা।’
নেতাকর্মীদের উদ্দেশে রিজভী আরও বলেন, ‘আজ অনেক বসন্তের কোকিলের আনাগোনা দেখা যাচ্ছে। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয়নি, তারা এখন অফিস-আদালতে মাতব্বরি করছে। সংগ্রামী ও নির্যাতিত নেতাকর্মীরা কখনো চাঁদাবাজ বা দখলবাজ হবে না।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ স্থানীয় নেতারা।
মেহেদী হাসান/আইএইচ