Logo

রাজনীতি

নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানাল জমিয়তে উলামায়ে ইসলাম

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৪:৪২

নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানাল জমিয়তে উলামায়ে ইসলাম

নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া কোনো দল বা প্রার্থী যেন বৈষম্যমূলক আচরণের শিকার না হয়, সে পরিবেশ সৃষ্টি করা নির্বাচন কমিশনের অন্যতম বড় চ্যালেঞ্জ।

মাওলানা আফেন্দী বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন নতুন ভোটাররাও। ফলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি মনে করেন, ঘোষিত নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে সেই আগ্রহ বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর