Logo

রাজনীতি

নির্বাচনের আগে জুলাই সনদের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৫:৩২

নির্বাচনের আগে জুলাই সনদের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণাকে ‘পুরোনো বন্দোবস্তের পুনরাবৃত্তি’ আখ্যা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, দেশবাসী এখন নির্বাচনী রোডম্যাপ নয়, বরং সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চায়।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমরা নির্বাচনের জন্য মুখিয়ে আছি। কিন্তু আজকের বাংলাদেশ একটি রক্তস্নাত বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। গত ২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়ে ৫৪ বছরের জঞ্জাল দূর করতে এবং স্বৈরতন্ত্র থেকে স্থায়ী মুক্তির জন্য আন্দোলন করেছে। সেই জুলাই সনদের কোনো রোডম্যাপ না দিয়ে পুরোনো বন্দোবস্তের কর্মপরিকল্পনা ঘোষণাই আসলে জুলাইকে অস্বীকার করার শামিল।’

তিনি বলেন, সংবিধান, রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু এখন পর্যন্ত মৌলিক সংস্কারের কোনো বাস্তবায়ন দেখা যায়নি। বরং সব প্রচেষ্টা কাগুজে দলিলে সীমাবদ্ধ থেকে গেছে। তাই নির্বাচনী কর্মপরিকল্পনার আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

গাজী আতাউর রহমান আরও বলেন, ‘নির্বাচন কমিশন রোডম্যাপ দিয়েছে, ভালো। কিন্তু এতে কোনো সারবস্তু নেই। তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ বলা হয়নি, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে আলোচনার সূচি রাখা হয়নি। অনেক দল পিআর পদ্ধতির দাবি তুলেছে, তার কোনো সুরাহা হয়নি। এভাবে রুটিন ওয়ার্ক সাজিয়ে স্মার্ট উপস্থাপনা দেওয়া আসলে জনগণের দাবি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা ছাড়া কিছু নয়।’

তিনি সতর্ক করে বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ না দিলে জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ব্যর্থ হবে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর