Logo

রাজনীতি

নির্বাচন না হলে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৬:০৬

নির্বাচন না হলে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের সময় ঘোষিত হয়েছে, সেই সময়েই হবে। যদি নির্বাচন বন্ধ করা হয় বা না হয়, তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা তৈরি হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন,  ‘আমরা জানি রাজনীতিতে মতভেদ থাকবে, চিন্তা-ভাবনা থাকবে। কিন্তু এখন যে পরিবেশ, তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে আছেন। মানুষ জিজ্ঞেস করছে— নির্বাচন হবে তো? আমি বলি, নির্বাচন হবেই।’

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদ নিয়ে আলোচনা হচ্ছে। বিদেশেও এটি নিয়ে কাজ চলছে। তাই দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার। এর মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় যাওয়ার সুযোগ পাব।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘কেউ যেন বিএনপির বিরুদ্ধে খারাপ প্রচারের সুযোগ না পায়। ক্ষমতায় এসেছেন— এমন ভুল ধারণা করবেন না। এখনো ক্ষমতার কাছাকাছি যাওয়া হয়নি। অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র আছে, সেগুলো মোকাবিলা করে ঐক্য ও ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে।’

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও কবি আবদুল হাই শিকদার।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর