Logo

রাজনীতি

জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ২১:৫৪

জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুর

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণঅধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়। তবে তারা স্থান ত্যাগ না করায় লাঠিচার্জ করা হয়। এতে নুরুল হক নুরসহ বহু নেতাকর্মী আহত হন।

রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে তার সহযোগীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গণঅধিকার পরিষদের কর্মীরা জানান, নুরের মাথা ফেটে গেছে ও নাকের হাড় ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। 

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর গণঅধিকার পরিষদ সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর