ভিপি নুরের ওপর হামলায় ইসলামী রাজনৈতিক দলগুলোর তীব্র নিন্দা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৯:০৪
-68b26a232f656.png)
গণঅধিকার পরিষদের সভাপতি ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল শুক্রবার ২৯ আগস্ট পৃথক পৃথক বিবৃতিতে দলগুলোর নেতৃবৃন্দ অবিলম্বে নুরুল হক নুরের ওপর এমন ন্যাক্কারজনক হামলার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, ‘ফ্যাসিবাদ উত্তর এই সময়ে নুরুল হক নুরের ওপর হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিলো ফ্যাসিবাদের সম্ভাব্য উত্থান রুখে দেয়া। অথচ জাতীয় পার্টির ইস্যুতে নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় পিটিয়ে রক্তাক্ত করা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়ার শামিল।’
তিনি আরো বলেন, ‘সেনা ও পুলিশের তাৎক্ষণিক ভুল সিদ্ধান্ত হলে তারও জবাবদিহি করতে হবে এবং কারা এ ঘটনার পেছনে উস্কানি দিয়েছে তা বের করে শাস্তি দিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি কঠোর অবস্থান নিবে।’
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘দেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকারের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষ অরাজকতা চায় না, নতুন ইস্যু তৈরি করে অশান্তি সৃষ্টি করার পেছনে কারা আছে তা সরকারকেই স্পষ্ট করতে হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নুরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘আজ সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, অন্যতম জুলাই যোদ্ধা নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শন্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়।’
বাংলাদেশ খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ যৌথ বিবৃতিতে বলেন, ‘গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ, জাপা সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কতিপয় ব্যক্তির অংশগ্রহণে ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলা গভীর উদ্বেগজনক। এটি দেশপ্রেমিক জনগণের কণ্ঠরোধের নোংরা প্রয়াস।’
তারা সতর্ক করে বলেন, ‘যদি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হয়, তবে জনরোষ ভয়াবহ আকার ধারণ করবে। আওয়ামী দোষরদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।’
খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আহত ভিপি নুরসহ সকল আহতদের সুস্থতা কামনা করে বলেন, ‘বাংলাদেশের জনগণ আর কোনো অন্যায়-জুলুম বরদাশত করবে না। জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।’
ডিআর/আইএইচ