
নুরুল হক নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর বিজয়নগরে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। নুরের চিকিৎসার জন্য একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিউরো সার্জারি, নাক-কান-গলা বিভাগ ও আইসিইউসহ অন্যান্য বিভাগীয় সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতালের পরিচালক জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হককে দেখতে যান। এ সময় তার সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
শনিবার সকালে নুরুল হক নুরের ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সকলে তার জন্য দোয়া করবেন।’
পোস্টের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন। নাকে ব্যান্ডেজ বাঁধা ও মুখে অক্সিজেন মাস্ক লাগানো।
এর আগে শুক্রবার রাতেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
উল্লেখ্য, ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
এসআইবি/এমবি