নির্বাচন বানচালের চক্রান্ত করছে একটি গোষ্ঠী : মির্জা ফখরুল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৯:৩৪

ছবি : সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, উগ্রবাদের নানা অজুহাত তুলে জনগণকে বিভক্ত করার চেষ্টা চলছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ দুঃশাসন ও নির্যাতনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এ নতুন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ক্ষুদ্র বা বৃহৎ জাতিগোষ্ঠীর বিভাজন নয়— আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবার অধিকার সমান।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে যেমন সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ এক হয়ে লড়াই করেছিল স্বাধীনতা ও অধিকারের জন্য, তেমনি আজও আমাদের সেই ঐক্য ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য মূল নীলনকশা। এর মধ্য দিয়েই রেইনবো জাতি গঠনের পথ তৈরি হবে।’
প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে দেশের ১২টি জেলার গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি, ত্রিপুরাসহ ১৮টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জন জেত্রা। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স), সংগঠনের সাধারণ সম্পাদক শিশির দিও এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও লেখক সঞ্জিব দ্রং।
বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ডিআর/এমএইচএস