Logo

রাজনীতি

‘নুরের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য ও অমার্জনীয়’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২০:৪২

‘নুরের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য ও অমার্জনীয়’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান বলেছেন, ‘এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয়। এটি অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।’

শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান বলেন, ‘এ ঘটনার পেছনে রহস্য কী, তা জাতির সামনে উন্মোচন করতে হবে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং উসকানিদাতাদের চিহ্নিত করতে হবে।’ 

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে দিয়ে অন্য দলের মিছিল যেতেই পারে, তবে সংঘর্ষের সূত্রপাত কোথা থেকে হলো— তা বের করতে হবে। কেনো দেশপ্রেমিক সেনাবাহিনীকে এতটা কঠোর হতে হলো, সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কারা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে জ্বলন্ত মশাল ও ঢিল ছুড়ে মেরেছে, সেটিও তদন্ত করে বের করতে হবে। এ ঘটনা শুধুই জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে দ্বন্দ্ব, নাকি জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র— তাও জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।’

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্তকে সরকারের একটি সঠিক পদক্ষেপ বলে মন্তব্য করেন।

এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাগ্রত পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর