Logo

রাজনীতি

‘ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৩:৪৮

‘ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ‘ফ্যাসিবাদ উৎখাতের জন্য রক্ত ও জীবন উৎসর্গ করা হয়েছে। এখন কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেওয়া হবে না। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’

গতকাল (৩০ আগস্ট) শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি বলেন, ‘কেউ যদি দোসরদের ব্যবহার করে ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চায়, তার পরিণতি ভালো হবে না। নুরুল হক নুরের ওপর যে নির্মমতা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য দেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতেই হবে। দেশের সকল মানুষের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করতে পিআর পদ্ধতিই একমাত্র সমাধান। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর নিয়ে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর মাস জুড়ে দেশের প্রান্তে প্রান্তে কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরমধ্যে রয়েছে ১লা সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর জেলায় জেলায় সমাবেশ ও মিছিল। মহানগরসমূহের থানায় থানায় সমাবেশ ও মিছিল। পিআর নিয়ে প্রচারপত্র বিলি করা এবং দেশের প্রতিটি থানায় থানায় মিটিং।

মহাসচিব আরও বলেন, ‘দেশের শীর্ষ রাজনৈতিক নেতার ওপর যেভাবে হামলা হয়েছে, তা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনি সংকেত। এতে জনগণের মধ্যে শঙ্কা ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ সম্পাদক হারুন অর রশীদসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর