নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে : রিজভী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৫:৫৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমাদের সংশয় রয়েছে। কতটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, তা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। তিনি বলেন, যদিও নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবুও প্রশাসনের বিভিন্ন স্তরে এমন কর্মকর্তারা রয়েছেন যারা অবাধ নির্বাচন বিঘ্নিত করতে বা বাধাগ্রস্ত করতে নানা কলাকৌশল এবং সুদূরপ্রসারী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।
রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ।
রিজভী বলেন, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবকিছু বিবেচনায় নিয়ে স্বচ্ছতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। রোডম্যাপ অনুযায়ী তারা নির্বাচন নিয়ে কাজ করছেন এবং পিআর পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন দলের বক্তব্যও তারা জানেন।
তিনি বলেন, আমরা মনে করি, এই মুহূর্তে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের নেতারা এই বিষয়ে বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। সংবিধান অনুযায়ী কমিশন তাদের কাজ করছেন।
রিজভী আরও বলেন, মূলত আমাদের আলোচনা ছিল ২০৩০ ভিশন নিয়ে, যেখানে প্রবাসীদের ভোটাধিকারের একটি প্রতিশ্রুতি ছিল। আমরা জানতে চেয়েছি, প্রবাসীরা কি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন কি না। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়ে কাজ করছেন। এছাড়াও, সীমানা পুনঃনির্ধারণের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও আমরা জানিয়েছি। তবে কোনো নির্দিষ্ট আসন বা এলাকা নিয়ে আলোচনা হয়নি। আমরা সামগ্রিক প্রস্তুতির বিষয়ে জানতে এসেছিলাম।
জাতীয় পার্টির নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, না, এসব নিয়ে আলোচনা হয়নি। এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার; তারা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
সীমানা পুনঃনির্ধারণ সম্পর্কেও তিনি বলেন, আমরা স্পেসিফিক কিছু জানাইনি। কমিশন ব্যক্তিগত পর্যায়ে হিয়ারিং নেন এবং পপুলেশন ও প্রশাসনিক ইউনিট— এই দুই বিষয়ে সমন্বয় রেখেই কাজ করছেন।
সম্প্রতি জাতীয় পার্টির নিবন্ধনের বিষয় এবং গণঅধিকার পরিষদের প্রধানের ওপর হামলার প্রসঙ্গে রিজভী বলেন, জাতীয় পার্টির নিবন্ধনের বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা মনে করি, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজের ক্ষমতার আলোকে রেজিস্ট্রেশন বিষয়টি বিবেচনা করবেন। এটি নির্বাচনের অন্তরায় নয়, একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রতিবেশী দেশ ভারতেও এমন ঘটনা ঘটে, তবে তা গণতন্ত্র ব্যাহত করে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের ওপর হামলাকে তিনি নিন্দনীয় উল্লেখ করেন। তিনি বলেন, নুর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
আগামী নির্বাচন এই কমিশনের অধীনে সুষ্ঠু হবে বলে বিএনপি বিশ্বাস করে কিনা জানতে চাইলে রিজভী বলেন, ‘আমরা যতবার এসেছি এবং তাদের পদক্ষেপগুলো দেখেছি, তাতে আশা করি এই কমিশন একটি সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করতে পারবে। এখন পর্যন্ত তাদের আন্তরিকতার কোনো অভাব আমরা দেখিনি।’
এসআইবি/এমএইচএস