
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : ভিডিও থেকে নেওয়া
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য থাকলেও ‘নীল নকশার নির্বাচন’ নিয়ে সংশয় প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন ঘোষণা দেওয়া নজিরবিহীন ঘটনা, যা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে এবং একটি দলকে সুবিধা দিয়েছে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘৫ আগস্টের যে স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, সেটি বাস্তবায়নের পরিবর্তে তড়িঘড়ি করে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে।’
জামায়াতের দাবি, দেশের রাজনৈতিক সংস্কার ও দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক ভিত্তি তৈরির জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালু করা জরুরি। ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআর ব্যবস্থার পক্ষে মত দিয়েছে। কয়েকটি দল আপার হাউজে পিআর চালুর প্রস্তাবও দিয়েছে।
জামায়াতের মতে, অল্প কিছু দল পদ্ধতি নিয়ে ভিন্নমত পোষণ করলেও সংখ্যাগরিষ্ঠ দলই পিআর ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং নির্বাচনকে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করতে হলে পিআর ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে।
এনএমএম/এমএইচএস