Logo

রাজনীতি

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:১২

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, ‘বিগত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। এমনকি তাদের পোস্টারেও ‘আওয়ামী মনোনীত প্রার্থী’ লেখা ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই।’

আদীব জানান, বৈঠকে নিরাপত্তা নিশ্চিতকরণ, অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইনি সহায়তা প্রদান, গুম কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংস্থার নির্বাচনে প্রভাব বিস্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এছাড়া, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করে আসন্ন নির্বাচন গণপরিষদ নির্বাচনের আকারে করার প্রস্তাবও দিয়েছে এনসিপি।

সঙ্গে আরও দাবি জানানো হয়েছে— ১০০ আসনে নারীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, ফেব্রুয়ারিতে যাদের বয়স ১৮ হবে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর