Logo

রাজনীতি

জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : শামীম হায়দার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:৪২

জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : শামীম হায়দার

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকান্ড করেনি, তাই দলকে নিষিদ্ধ করার কোনো আইনি ভিত্তি নেই। তাই জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত করলে তা নস্যাৎ হয়ে যাবে। 

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবির প্রেক্ষিতে তিনি এক ভিডিও বার্তায় এসব বলেন। 

তিনি বলেন, ‘গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। অনেকেই এই মুহূর্তে জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে, কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যারা এই দাবি তুলছে, তাদের দাবি অযৌক্তিক। আমরা এসব দাবীতে ভীত বা সন্ত্রস্ত নই এবং আশা করি, সরকারও ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে।  জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে।’

তিনি আরও বলেন, দেশ আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর