নুরের ওপর হামলা উদ্বেগজনক, নির্বাচন বিলম্বের সুযোগ নেই : মির্জা ফখরুল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২১:২৪

ছবি : ভিডিও থেকে নেওয়া
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে ‘গর্হিত কাজ’ ও বর্তমান পরিস্থিতিতে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করেন, কিছু মহল নির্বাচনের সময় বিলম্ব ঘটানোর চেষ্টা করলেও তা সফল হবে না।
রোববার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচনের আয়োজনের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত করেছেন।
একই সময়, জামায়াতের দাবি অনুযায়ী ‘একটি দলের প্রধানের সঙ্গে লন্ডনে বৈঠক করে নির্বাচন আয়োজন করা হচ্ছে’ এবং ‘নীল নকশার সম্ভাবনা’ প্রসঙ্গে তিনি জানান, নীল নকশার সুযোগ নেই। কারণ এটি প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার।
তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের প্রত্যাশা করছে এবং প্রধান উপদেষ্টা জনগণের ম্যান্ডেটকে মাথায় রেখে কাজ করছেন। তাই কেউ এই প্রক্রিয়ায় বাধা দিতে পারবে না।
এনএমএম/এমএইচএস