Logo

রাজনীতি

৪৮ বছরে পা রাখল বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০

৪৮ বছরে পা রাখল বিএনপি

৪৭ পেড়িয়ে ৪৮ বছরে পা রাখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এ দলটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রাখে।

বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি দেশকে অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার পথে নিয়ে যায়। ১৯৮১ সালে ৩০ মে তার হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন দিশা খুঁজে নেয় বিএনপি। তিনি ১৯৯১ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন।

আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির কথিত মামলায় বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে নেওয়া হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে হাল ধরেন তারেক রহমান।

তিনি দলকে সুসংগঠিত করা, আন্দোলনে গতি আনা ও রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করাসহ নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিচ্ছেন দলকে। 

বর্তমানে তারেক রহমান নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে ৩১ দফা রূপরেখায় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। রোববার (৩১ আগস্ট) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠক হবে। সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর