Logo

রাজনীতি

আইসিইউ থেকে কেবিনে নুর, শারীরিক অবস্থার উন্নতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০

আইসিইউ থেকে কেবিনে নুর, শারীরিক অবস্থার উন্নতি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের অবস্থা আগের তুলনায় ভালো। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

তিনি বলেন, ‘শরীরের বিভিন্ন অংশের ক্ষত সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। নাকের ভাঙা অংশ নির্দিষ্ট স্থানে থাকায় স্বাভাবিক হয়ে যাবে।’ বর্তমানে চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবারও গ্রহণ করতে পারছেন নুর।

এদিন নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নুরুল হক নুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর