
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এর আগে সোমবার দুপুর ২টার দিকে নুরুল হককে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, নুরুল হক নুরের মতো আর কাউকে যেন এভাবে অত্যাচারিত হতে না হয়। আমি এ হামলার সুষ্ঠু তদন্ত চাই।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
ডিআর/এমবি