আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প : ইসলামি রাজনৈতিক দলগুলোর শোক প্রকাশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫
-68b6742f9eac8.png)
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ৮০০ এর অধিক প্রাণহানি ও হাজার হাজার মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন ইসলামি রাজনৈতিক দল পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। তারা নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের শোক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ৬.৩ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের কুনার, নাঙ্গারহারসহ বহু প্রদেশে ঘরবাড়ি ধসে পড়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছে, অনেকেই এখনো নিখোঁজ এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ধরনের প্রলয়ঙ্করী দুর্যোগ শুধু আফগানিস্তান নয়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য গভীর শোক ও বেদনার সংবাদ।
হেফাজতের আমীর এবং মহাসচিব বলেন, এই কঠিন সময়ে আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তারা বাংলাদেশ সরকারসহ মানবিক সহায়তামূলক সংস্থাগুলোকেও আফগান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানের মজলুম মুসলিম জনগণের দুঃখ–দুর্দশায় আন্তরিকভাবে একাত্মতা প্রকাশ করছে। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করেন- আল্লাহ তায়ালা যেন এ ভয়াবহ দুর্যোগ থেকে আফগানিস্তানের মুসলিম জনগণকে মুক্তি দান করেন, ক্ষতিগ্রস্তদের জন্য সহনশীলতা ও ধৈর্যের শক্তি দান করেন এবং শহীদদের মর্যাদা বৃদ্ধি করেন।
জমিয়তে উলামায়ে ইসলামের শোক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোকে মানবিক দায়িত্ববোধ থেকে ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা প্রদানের আহ্বান জানান।
নেতৃদ্বয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এই দুর্যোগে শহীদদের জন্য জান্নাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের শোক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেন, রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কুনার, নাঙ্গারহারসহ আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে গেছে। ঘরবাড়ি ধসে অসংখ্য মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি। আল্লাহ্ তাআলা এই বিপর্যস্ত মানুষদের রহমতের ছায়ায় আচ্ছাদিত করুন।
তারা আরও বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দুর্গত এলাকায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসব মানুষ মানবিক সহায়তার জন্য চেয়ে আছে বিশ্বের দিকে। তাই বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, যেন অবিলম্বে আফগানিস্তানের এই সংকটকালীন সময়ে হতাহত ও দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক সহায়তা প্রেরণের উদ্যোগ নেয়। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি, যেন তারা ভাই-বোনদের এই দুর্দিনে আন্তরিকতার সাথে পাশে দাঁড়ায় এবং উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে দ্রুত কার্যকর ভূমিকা রাখে।
নেতৃদ্বয় বলেন, মানবতার এই মহাদুর্যোগে সমগ্র মুসলিম উম্মাহর উচিত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং আহত, আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুজাহিদ ও মজলুম জনগণের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আল্লাহ্র দরবারে ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন এ বিপর্যয় থেকে আফগান মুসলিম জনগণকে মুক্তি দেন।
জামায়াতে ইসলামী বাংলাদেশের শোক : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত প্রাণহানির মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৩১ আগস্ট দিবাগত গভীর রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে সংঘটিত ভয়াল ভূমিকম্পে মুহূর্তের মধ্যে হাজারো মানুষের স্বপ্ন, আশা ও ভালোবাসার ঠিকানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্যে ৬২২ জনের অধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, শত শত মানুষ আহত হয়েছেন এবং অগণিত পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। এ হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীরতম শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, যেসব মা তাদের সন্তানকে হারিয়েছেন, যেসব শিশু এক নিমিষে পিতৃহীন হয়েছে, যেসব পরিবার তাদের আশ্রয় ও প্রিয়জন হারিয়ে আজ অশ্রুত ভাসছে, তাদের বেদনা ভাষায় প্রকাশের অতীত। এ শোক শুধু আফগানিস্তানের নয়, এ শোক সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এই দুঃসময় আফগান ভাই-বোনদের পাশে হৃদয়ের অন্তঃস্থল থেকে দাঁড়িয়ে আছে।
আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আফগানিস্তানের ভাই-বোনদের এই কঠিন বিপর্যয় ধৈর্য ও সাহসের সাথে অতিক্রম করার তাওফিক দান করেন।
খেলাফত মজলিসের শোক : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ভূমিকম্পে ৮ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই দুর্যোগে আহতের সংখ্যা প্রায় ৩ হাজার জন। সীমান্তবর্তী দুর্গম পার্বত্য অঞ্চলে মাটির ঘরবাড়ি ধস এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রতিবেশী দেশগুলোকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে আফগান সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন প্রদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ৯ শত লোকের প্রাণহানী ঘটেছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্থদের প্রতি শোক ও সহানভূতি প্রকাশ করছি। মহান আল্লাহ আমাদেরকে সকল বিপর্যয় থেকে রক্ষা করুন এই কামনা করছি।
ডিআর/আইএইচ