Logo

রাজনীতি

নুরকে দেখতে হাসপাতালে পীর সাহেব চরমোনাই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫

নুরকে দেখতে হাসপাতালে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গতকাল ২ সেপ্টেম্বর, মঙ্গলবার মধ্যরাতে আইন-শৃংঙ্খলা বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে যান এবং তার প্রতি সমবেদনা জ্ঞাপন করে পাশে থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব নুরুল হকের ওপরে পুলিশ ও সৈনিকরা যেভাবে হামলে পড়ে তাতে পরিস্কার যে, সুনির্দিষ্টভাবে তাকে টার্গেট করেই হামলা করা হয়েছে। হামলার পরে সরকারের উপদেষ্টাদের কথা ও আচরণ আমাদেরকে আরো ভাবিত করে তুলেছে।

তিনি আরও নলেন, আইন উপদেষ্টা হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। যুব ও ক্রীড়া উপদেষ্টা এই হামলাকে ষড়যন্ত্র বলে অবহিত করেন, আর প্রধান উপদেষ্টা নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু নুরকে কার আদেশে কেন মারা হলো সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না এবং তাদের বিরুদ্ধেও কেউ ব্যবস্থা নিচ্ছেন না। মনে হচ্ছে আমরা সরকার হিসেবে যাদেরকে দেখি তাদের চেয়েও বড় কোন শক্তি রাষ্ট্রে ক্রিয়াশীল আছে অথচ তারা কারা তা জাতি জানে না। একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্রে এই পরিস্থিতি স্বাভাবিক না।

পীর সাহেব চরমোনাই বলেন, জাতি এই রহস্য জানতে চায়। সিদ্ধান্ত কোথা থেকে আসে, আদতে কে দেশ চালায়- তা জাতি জানতে চায়। সরকার নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে। কিন্তু ঢাকাতেই দেশের শীর্ষ এক রাজনৈতিক নেতার নিরাপত্তার যদি নিশ্চয়তা না থাকে তাহলে কোন ভরসায় দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনের কাজে মাঠে নামার সাহস পাবে?

এসময় পীর সাহেব চরমোনাই এর সাথে ছিলেন দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পীর সাহেব চরমোনাই নুরের সুস্থ্যতার জন্য দোয়া করেন এবং রাজনৈতিক সংগ্রামে নুরের পাশে থাকার আশ্বাস দেন।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর