Logo

রাজনীতি

ইসলামী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার সময় এসেছে : রেজাউল করীম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫

ইসলামী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার সময় এসেছে : রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আগামীতে যেন নতুন করে কোন ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এটিই জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবি। হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র লক্ষ করা যাচ্ছে। তাই এখন সময় ইসলামী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া। এ দেশের মানুষ জীবন দিতে শিখেছে, ভয়কে জয় করতে শিখেছে। এখন তাদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা ইনশাআল্লাহ।  

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং ঐতিহ্যে সমৃদ্ধ রায়পুরা উপজেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভায় তিনি এ মন্তব্য করেন।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চব্বিশের পাঁচ অগাস্টের পরে একটি দল হাট দখল ও চাঁদাবাজির করার মাঠে নেমেছে, এরাই দেশকে অতীতে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তাই এদেশের মানুষ আগামীতে সংসদে কোনো চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দিতে চায় না। তিনি আরো বলেন এদেশের মানুষ বিভিন্ন দলের রাষ্ট্র পরিচালনা দেখেছে, বিভিন্ন আদর্শ দেখেছে। এখন সময় এসেছে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নেয়ার, আগামীতে এদেশের মানুষ ইসলামকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন বলে তিনি মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব, সহ সভাপতি আশরাফ হোসেন ভুইয়া, মুফতি কাওসার ভুইয়া চেয়ারম্যান, সেক্রেটারি রাকিবুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন রায়পুরা উপজেলার নেতৃবৃন্দ। 

জনসভায় আগামী নির্বাচনে রায়পুরা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ বদরুজ্জামানকে পরিচয় করিয়ে দেয়া হয়।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর