নিখোঁজের ৩ দিন পর সুনামগঞ্জে জমিয়ত নেতার মরদেহ উদ্ধার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০২

সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) শরীফপুর এলাকায় নিখোঁজের ৩ দিন পর তার মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘একজন আলেম, সংগঠক ও সমাজসেবকের মরদেহ উদ্ধারের ঘটনা রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ।’
তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতার অংশ। যারা ইসলামি নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে ভয় পায়, তারাই এমন নৃশংস ঘটনায় জড়িত হতে পারে।
বিবৃতিতে নেতৃদ্বয় মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন। পাশাপাশি প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং আলেম-উলামা ও ইসলামপন্থী নেতাকর্মীদের নিরাপত্তা প্রদানে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিবৃতিতে তারা মাওলানা মুশতাকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিআর/আইএইচ