‘জুলাই পরবর্তী নতুন বাংলাদেশেও শ্রমিকবান্ধব শ্রমনীতি বাস্তবায়িত হয়নি’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পুষ্পাদম রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, ‘জুলাই পরবর্তী নতুন বাংলাদেশেও শ্রমিকবান্ধব শ্রমনীতি বাস্তবায়িত হয়নি। শ্রমিকরা এখনও অবহেলিত, শোষিত ও বঞ্চিত।’
তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করে বারবার কারখানা বন্ধ, বেতন-ভাতা বকেয়া রাখা ও সামাজিক নিরাপত্তা ছাড়াই ছাঁটাই করা হচ্ছে। এসবের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলনে নামলে তাদের ওপর গুলি চালানো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
এ সময় সংগঠনের সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ, কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
অধিবেশনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মো. হারুনুর রশিদ, ওয়ায়েজ হোসেন ভূইয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওবায়েদ বিন মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
ডিআর/আইএইচ