শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪

ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিনই বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা সম্পন্ন হয়ে যাবে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন। তার নেতৃত্বে এই জাতি অনেক দূর এগিয়ে যাবে। আমরা তার রাজনৈতিক পরিপক্বতা এবং দক্ষতাকে দেখেছি।’
তিনি আরও বলেন, ‘শিগগিরই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার গঠন করতে হবে, যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’
সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। তিনি বলেন, ‘এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের প্রতি সবার নসিহত। দেশ এখন নির্বাচনী আবহে আছে এবং সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।’
তিনি দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, অতিরিক্ত সাংবিধানিক বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন নেই। তিনি বলেন, ‘এগুলো তখনই দরকার যখন স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া কার্যকর নয়। সংবিধান এখনও বহাল আছে এবং রাষ্ট্র সেই অনুযায়ী চলছে।’
সালাহউদ্দিন আহমদ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য গণ-অভ্যুত্থানের গুরুত্বের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মেনে গঠিত হয়েছে এবং প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। তাই সংবিধানিক ধারাবাহিকতায় কোনো ব্যাঘাত ঘটেনি।’
বিএনপি নেতা প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে গুমের রাজনীতি বন্ধ হবে এবং দেশকে স্থিতিশীল রাখার জন্য সকলকে গণতান্ত্রিক ও সাংবিধানিক নীতির মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান।
ডিআর/এমএইচএস