Logo

রাজনীতি

আবিদুল মিডিয়া ট্রায়ালের শিকার : ছাত্রদল সভাপতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩

আবিদুল মিডিয়া ট্রায়ালের শিকার : ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ‘মিডিয়া ট্রায়ালের শিকার’ হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কার্জন হল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ তোলেন। একইসঙ্গে তিনি নির্বাচনে ছাত্রদল প্যানেলের জয় নিয়ে আশাবাদও ব্যক্ত করেন।

রাকিবুল ইসলাম বলেন, আবিদের বিষয়টি নিয়ে যে খবর হয়েছে, এটি আসলে একটি মিডিয়া ট্রায়াল। স্পষ্টভাবে নিয়মে লেখা আছে— রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং তদারকি করতে পারবেন। কিন্তু সেসব উপেক্ষা করে বিষয়টি নিয়ে সংবাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি সকাল ৭টা থেকেই কার্জন হলে উপস্থিত আছি। সকালবেলা ভোটার উপস্থিতি কম থাকলেও পরে তা বৃদ্ধি পায়। তবে আমাদের প্রার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসন থেকে যথাসময়ে পোলিং এজেন্ট নিয়োগের তালিকা জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। অনেক কেন্দ্রেই ২০-৩০টি বুথের বিপরীতে মাত্র একজন পোলিং এজেন্ট দেওয়া হয়েছে।

এ সময় ছাত্রদল সভাপতি জানান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদান এখনো চলমান। তবে কতজন ভোটার ভোট দিতে পেরেছেন, তা সঠিকভাবে নিরূপণ করতে আরও কিছু সময় লাগবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ডাকসু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর